প্রথমবার ইংল্যান্ডের টেস্ট দলে জেসন রয়

মানবজমিন প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯, ০০:০০

দুর্দান্ত বিশ্বকাপ শেষ করার পর প্রথমবারের মতো ইংল্যান্ডের হয়ে টেস্ট দলে ডাক পেলেন জেসন রয়। ২০১৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় এই ইংলিশ ওপেনারের। এবার আয়ারল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হতে যাচ্ছে জেসন রয়ের।ইংল্যান্ডে ইতিহাসে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেসন রয়। ৮ ম্যাচে ৪৪৩ রান করে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ইংলিশ ব্যাটসম্যান। আগামী ২৪শে জুলাই লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে চারদিনে টেস্ট খেলবে ইংল্যান্ড। আর এ টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন রয়।অ্যাশেজকে সামনে রেখে বেন স্টোকস ও জস বাটলারকে বিশ্রাম দেয়া হয়েছে। বিশ্বকাপে চোট পাওয়া মার্ক উডকে পাচ্ছে না ইংল্যান্ডে। তবে অ্যাশেজের তৃতীয় ম্যাচে তাকে পাওয়া যেতে পারে বলে আশা করছে ইংলিশ ক্রিকেট বোর্ড। সাইড স্ট্রেইনের ইনজুরির কারনে খেলতে পারবেন না জফরা আর্চারও। ইনজুরি কাটিয়ে উঠলে আগামী ১লা আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে আর্চারের টেস্ট অভিষেক হতে পারে।ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কারান, জো ডিনলি, লুইস গ্রেগরি, জ্যাক লিচ, জেসন রয়, ওলি স্টোন, ক্রিস ওকস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us