শেষ বলে মুশফিককে মনে পড়েছিল স্টোকসের

মানবজমিন প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০০:০০

শ্বাসরুদ্ধকর বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো ইংল্যান্ড। ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করে শেষ ওভারের থ্রিলারে ২৪১ রান করে ম্যাচ টাই করে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ম্যাচের শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজন ছিল তিন রান। সে মুহূর্তে মাঠে দাঁড়িয়ে টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহীমের কথা মনে পড়েছিল বেন স্টোকসের। ম্যাচ শেষে তিনি বলেন, ‘শেষ বলের আগে আমার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের ম্যাচের কথা মনে পড়ছিল।’ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েছিল। ম্যাচের শেষ তিন বলে প্রয়োজন ছিলো দুই রানের। কিন্তু হার্দিক পান্ডিয়ার ওভারের চতুর্থ বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহীম। পরের বলে মাহমুদুল্লাহ রিয়াদ এসে ক্যাচ তুলে দেন রবীন্দ্র জাদেজার হাতে। শেষ বলে মোস্তাফিজুর রহমান রান আউট হলে নিশ্চিত জেতা ম্যাচটা হেরে বসে বাংলাদেশ। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষেও শেষ দুই বলে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ৩ রান। সে পরিস্থিতি নিয়ে স্টোকস বলেন, ‘তখন আমি ছক্কা হাঁকিয়ে হিরো হওয়ার চেষ্ট করিনি। চাইছিলাম এক রান নিয়ে সুপার ওভার পর্যন্ত নিতে। তখন আবেগ অনেক বেশি কাজ করছিলো।’ব্যাট হাতে ফাইনালে ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন বেন স্টোকস। সুপার ওভারেও তিন বলে ৮ রান করেন তিনি। দুর্দান্ত ব্যাটিং নৈপূর্ণে ম্যাচ সেরাও হয়েছে এই ইংলিশ অলরাউন্ডার। বিশ্বকাপ জয় নিয়ে স্টোকস বলেন, ‘সত্যি এটি অবিশ্বাস্য একটি অনুভূতি। সেটা এখনো আছে। আজকে এবং গতকালের যে অনুভ্থতি, সেটা আমার সারাজীবন ধরে রাখবো। আমরা যা জিততে চেয়েছি তা পেরেছি। আমরা গত চার বছরে যে পরিশ্রম করেছি তার জন্য ফাইনাল খেলাটা আমাদের প্রাপ্য। অবশ্যই যদি আমরা কাপটা না জিততাম তাহলে হাতাশ হতাম।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us