জাদেজার রেকর্ড

মানবজমিন প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০০:০০

সেমি থেকে বিদায় নিয়েছে ভারত। প্রথম সেমির লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানের পরাজয় বরণ করেন কোহলিরা। দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে কিউইদের লড়াই বেশ উত্তেজনার পরশ ছড়ায়। শেষ পর্যন্ত পরাজয় দেখতে হয় ভারতীয়দের।২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২১ রানে অলআউট হয় ভারত। তবে এই ম্যাচে আলো ছড়িয়েছেন স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও এম এস ধোনির ব্যাট। জাদেজা করেন ৫৯ বলে ৭৭ রান। আর ধোনির ব্যাট থেকে আসে ৫০ রান। ৯২ রানে ৬ উইকেট হারানো দলকে টেনে তুলেন তারা।এই ৭৭ রানের ইনিংস খেলে রেকর্ডের মালিক হয়েছেন জাদেজা। বিশ্বকাপ ইতিহাসের নকআউট পর্বে আট নম্বরে ব্যাট করতে নেমে ২০১৫ বিশ্বকাপে ৪২ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। আর আগের রেকর্ডটি ভেঙে ৭৭ রান করেছেন জাদেজা।এ তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন দু’জন। সাবেক ইংলিশ ক্রিকেটার ডারমট রিভ ১৯৯৬ বিশ্বকাপে করেছিলেন ৩৫ রান। আর বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে আট নম্বরে নেমে করেছিলেন ৩৫ রান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us