পাকিস্তানে আফগান প্রেসিডেন্ট সমপর্ক জোরদারের আগ্রহ প্রকাশ

মানবজমিন প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০০:০০

প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এখন পাকিস্তান রয়েছেন। বৃহস্পতিবার সকালে ইসলামাবাদ পৌঁছেন তিনি। ইসলামাবাদের নুর খান বিমান ঘাঁটিতে পৌঁছলে আফগান প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাণিজ্য উপদেষ্টা আবদুল রাজ্জাক দাউদ। সেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে যান এবং ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আফগান প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়া হয়। দুই নেতা পরস্পরের সঙ্গীদের পরিচয় করিয়ে দেন। এ খবর দিয়েছে সাউথ এশিয়ান মনিটর।পরে ঘানি ও ইমরান একান্তে বৈঠক করেন। সেখানে তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দুই দেশ ও তাদের জনগণের লাভের জন্য এবং এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নেয়ার স্বার্থে পারস্পরিক আস্থা ও সংহতির ভিত্তিতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করতে দুই নেতা রাজি হয়েছেন। প্রধানমন্ত্রী ইমরান আফগান নেতাকে আশ্বস্ত করে বলেন যে, তিনি তার শান্তিপূর্ণ প্রতিবেশী ভিশনের অংশ হিসেবে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কে গুণগত পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের একটি ভবিষ্যৎমুখী ভিশন রচনার গুরুত্ব স্বীকার করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও আফগান প্রেসিডেন্ট। চলমান আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা নিয়েও দুই নেতা আলোচনা করেন। এ ব্যাপারে যৌথ দায়িত্ব রয়েছে বলে পাকিস্তান মনে করে।বিবৃতিতে আরো বলা হয়, আফগানিস্তানের দশক-পুরনো সংঘাত নিরসনের জন্য আফগান নেতৃত্বাধীন ও আফগান মালিকানাধীন শান্তি প্রক্রিয়াই বাস্তব বিকল্প বলে প্রধানমন্ত্রী গুরুত্বসহকারে উল্লেখ করেন। দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেন এবং যত দ্রুত সম্ভব সেন্ট্রাল এশিয়া-সাউথ এশিয়া বিদ্যুৎ পরিবহন লাইন এবং তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ইন্ডিয়া (টাপি) গ্যাস পাইপলাইন নির্মাণ শেষ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গেও সাক্ষাৎ করেন ঘানি এবং আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন। প্রতিবেশী দেশটিতে ১৮ বছর ধরে চলা সংঘাত নিরসনে আফগান রাজনীতিবিদদের নিয়ে একটি সম্মেলন আয়োজনের এক সপ্তাহের মাথায় পাকিস্তান প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঘানির এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ঘানির লাহোর সফরে যাওয়ার কথা রয়েছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এটা তার তৃতীয় পাকিস্তান সফর। কয়েক দশকের পুরনো আফগান যুদ্ধের অবসান ও একটি রাজনৈতিক নিষ্পত্তিতে পৌঁছার প্রচেষ্টা জোরদার হয়েছে সামপ্রতিক সময়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us