চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ কীর্তি মুক্তিযুদ্ধ। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করা হয়েছিল। তৎপরবর্তী জাহানারা ইমাম যুদ্ধাপরাধবিরোধী আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলন বাঙালিকে আশান্বিত করেছিল।