ডিপ্রেশনে ভুগতেন দীপিকা!

মানবজমিন প্রকাশিত: ২২ জুন ২০১৯, ০০:০০

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জ্বলজ্বলে জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তার ছবি, পুরস্কারপ্রাপ্তি,  ফ্যাশন, ব্যক্তি-জীবন সবই আলোয় ভরা। তবে এই আলোর পেছনে যে অন্ধকার ছিল, তা অজানা অনেকেরই। আর সেই অন্ধকারকে দূরে ঠেলে কীভাবে আলোকে জয় করেছেন সে কথা বলেছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি ‘দ্য ইউথ অ্যানজাইটি সেন্টার’ নামের এক প্রতিষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন দীপিকা। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। অভিনেত্রী সেখানে জানান, এক সময় সীমাহীন অবসাদে ভুগতেন তিনি। কিন্তু এখন সেই অবস্থা থেকে নিজেকে মুক্ত করেছেন। ‘দ্য ইউথ অ্যানজাইটি সেন্টার’ নামের এই সংস্থা গবেষণামূলক কাজের পাশাপাশি অবসাদে ভোগা বহু মানুষের জন্য চিকিৎসা করায়। এখানে ব্যক্তিগত কথা শেয়ার করে অবসাদে ভোগা মানুষের মানসিক পরিবর্তন করার চেষ্টা করেন অভিনেত্রী। হতাশা থেকে মুক্তির পরামর্শ দেন। দীপিকা বলেন, সারা পৃথিবীতে ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ অবসাদে ভোগেন। যেকোনো সময়,  যে কোনও মানুষকে ডিপ্রেশন ভর করতে পারে। বিভিন্ন পেশা ও লিঙ্গের মানুষ এর শিকার হতে পারে। আমার ক্ষেত্রে সব থেকে কঠিন ব্যাপার ছিল, যখন আমার অবসাদ হয়েছিল, আমি বুঝতেই পারিনি। যখন বুঝলাম, আমার এই অবস্থার একটা নাম আছে, ক্লিনিক্যাল ডিপ্রেশন, আমি তখন ভার বোধ করতে শুরু করলাম। এই অবস্থা কাটিয়ে উঠতে ধৈর্য ও আশা দুটোই খুব জরুরি। যা আমাকে সহযোগিতা করেছে। কথায় আছেন না, তুমি যদি আশা করাকে বেছে নাও, তাহলে সবকিছুই সম্ভব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us