অবেশেষে জানা গেলো সার্ফিং নিয়ে নির্মিত নবাগত পরিচালক তানিম রহমান অংশুর সিনেমার নাম। স্টার সিনেপ্লেক্স ফিল্ম প্রযোজিত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ন ডরাই’। চলতি বছরের অক্টোবরে এটি মুক্তি পাবে।