মাত্র ৬ রানেই অলআউট!

মানবজমিন প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০০:০০

মাত্র ৬ রান তুলেতেই অলআউট পুরো দল! এমনটাই ঘটেছে কিউবুকা নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে। টুর্নামেন্টে রুয়ান্ডা নারী ক্রিকেট  দলের বিপক্ষে ৬ রান তুলতে ১০ উইকেট হারিয়েছে মালি নারী ক্রিকেট দল। আর ৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৪ বলেই জয় তুলে নেয় রুয়ান্ডার নারীরা। যা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বনি¤œ রানের রেকর্ড। রুয়ান্ডার রাজধানী কিগালিতে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে মালি নারী দল। ৯ ওভারের মাত্র ৬ রানে গুটিয়ে যায় তারা। ব্যাট হাতে মাত্র এক রান তুলতে পেরেছেন মালির ওপেনার মরিয়াম সামেক। এছাড়া কেউই রানের খাতা খুলতে পারেনি। বাকি ৫ রান এসেছে অতিরিক্ত খাত থেকে (লেগবাই-২, বাই-২ ও ওয়াইড-১)। পরে মাত্র ৭ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৪ বলেই ৮ রান তোলেন রুয়ান্ডার দুই ওপেনার অ্যান্তোনিয়েত্তে উইম্বাবাজি ও জোসেন নাইরানকুন্দিনেজা।আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনি¤œ রানে অলআউটের লজ্জার রেকর্ডটি ছিল চীনা নারীদের দখলে। চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের ২০৩ রানের ছুঁড়ে দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানে গুটিয়ে যায় চীন নারী ক্রিকেট দল। সে ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় ১৮৯ রানের জয়ের রেকর্ড গড়ে সংযুক্ত আরব আমিরাত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us