তাঁর দিকে বুঝি তাকাতে হয় শুধুই লোভাতুর চোখে—এমনই একটা ধারণা গড়ে উঠেছে সবার মধ্যে। মেরিলিন মনরো মানেই যেন যৌনতা। মেরিলিন মনরো মানেই পুরুষের হৃদয় ভেঙে দেওয়া এক অনির্বচনীয় মহাকাব্য। বাইরের এই ভাসা ভাসা ধারণা দিয়েই গড়ে উঠেছে মেয়েটার ভাস্কর্য। অথচ যদি তাঁর দিকে একটু সহজ চোখে তাকানো যায়, দেখা যাবে ওই মহাকাব্য হতে গিয়ে তিনি অর্ধসমাপ্ত এক উপন্যাসেই ঠেকে গেছেন। জীবনের জৌলুসের চেয়ে হৃদয়ের কান্নাটাই...