ইনজামাম-আর্থারের ছাঁটাই নিয়ে গুজব, বিজ্ঞপ্তি পিসিবির

মানবজমিন প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০০:০০

বিশ্বকাপের পরই চাকরি যাচ্ছে পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থার ও নির্বাচক ইনজামাম উল হকের। গত মঙ্গলবার এক আন্তর্জাতিক গনমাধ্যমে এমন খবর প্রকাশ পায়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যামে রীতিমতো ভাইরাল হয়। এবং এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে এ সংবাদ নিছকই গুজব বলে উড়িয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেয় পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বলা হয়, তাদের (আর্থার ও ইনজামাম) ওপর পূর্ণ সমর্থন রয়েছে পিসিবির। বিশ্বকাপের পর সার্বিক পারফরম্যান্সের বিশ্লেষণের পরেই চড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোচ ও নির্বাচককে ছেঁটে ফেলার খবর সত্যি নয়।পিসিবি’র বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে সংবাদ প্রকাশ পায় যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড কোচ আর্থার ও নির্বাচক প্রধান ইনজামামের সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বিশ্বকাপের শেষ পর্যন্তই দু’জনের সঙ্গে চুক্তি ছিল পিসিবি’র। পাকিস্তান যদি বিশ্বকাপও জিতে তাহলেও তাদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হবে না। খবরে আরও বলা হয়, জুলাইয়ে ইনজামামের সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হলে প্রক্তন অধিনায়ক আমির সোহেলকে  পুনরায় নির্বাচক প্রধানের দায়িত্ব দিতে পারে পাকিস্তান বোড। এর আগে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পাকিস্তানের চিফ সিলেক্টর ছিলেন তিনি। দল নির্বাচকের দৌড়ে যে সব নাম রয়েছে তাদের মধ্যে আমির সোহেলই সবার আগে রয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us