বিদ্যুৎ বিভ্রাটের কবলে চাকরি প্রার্থীরা

মানবজমিন প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০০:০০

চাকরি নামক সোনার হরিণ ধরতে এসে অন্ধকারে হাতড়িয়ে বেড়িয়েছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী। গতকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঘটে এ হাতড়ানোর ঘটনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার চাকরি প্রত্যাশী পরীক্ষা কেন্দ্রে এসে চরম বিপাকে পড়েন। বিদ্যুৎ না থাকায় ঘুটঘুটে অন্ধকার পরীক্ষা কেন্দ্র। অগত্যা অন্ধকারেই পরীক্ষা দিতে হয়েছে তাদের। পরীক্ষার দাপ্তরিক কাজে নিয়োজিতরাও পড়েন বিপাকে। এদিকে নীলফামারী বিদ্যুৎ বিভাগ জানায়, ভোর রাত ৪টায় আচমকাই শহরের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এলাকার বৈদ্যুতিক ফিডার টাউন-২ বন্ধ হয়ে যায়। শত চেষ্টা করেও লাইনটি চালু করা যাচ্ছিল না। ফলে শহরের মশিউর রহমান কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা সমস্যায় পড়েন। দুপুর ১২টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও আকাশে মেঘ থাকায় সংযোগটি চালু করতে পারেনি নীলফামারী বিদ্যুৎ বিভাগ। জানা যায়, প্রতিদিন গড়ে অন্তত ১০ থেকে ১৫ বার নানা কারণে বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ছেন শহরবাসী। ইফতার, তারাবি, সেহেরি এমনকি আজানের সময়ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছে শহরবাসী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us