খালিদ হোসেন

মানবজমিন প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০০:০০

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকীর দুই দিন আগে মৃত্যুবরণ করেন খালিদ হোসেন। তিনি একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী, নজরুল গবেষক, স্বরলিপিকার।২০০০ সালে লাভ করেন একুশে পদক। এ ছাড়াও তার নামের পাশে যুক্ত আছে নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক, কলকাতা থেকে চুরুলিয়া পদকসহ অসংখ্য সম্মাননা। প্রায় ৫০ বছর যাবৎ তিনি করে গেছেন নজরুল সংগীতের শিক্ষকতা, গবেষণা ও শুদ্ধ স্বরলিপি প্রণয়নের কাজ।তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও দেশের সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে সংগীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন। নজরুল ইনস্টিটিউটে নজরুল সংগীতের আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য ছিলেন তিনি। এই গুণী ব্যক্তিত্বের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us