টানা চার ম্যাচে জয়হীন জুভেন্টাসের শিরোপা উৎসব

মানবজমিন প্রকাশিত: ২১ মে ২০১৯, ০০:০০

পাঁচ ম্যাচ হাতে রেখেই সিরি আ ফুটবল লীগের শিরোপা নিশ্চিত করেছিল জুভেন্টাস। এরপর তারা  টানা চার ম্যাচে জয়হীন। রোববার নিজেদের মাঠে আতালান্তার সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে খেলা শেষ করে জুভেন্টাস। আর জুভেন্টাসকে সমতাসূচক গোলটি পায় খেলা শেষের মাত্র ১০ মিনিট আগে।  অসাধারণ দক্ষতায় ক্রোয়াট স্ট্রাইকার মারিও মানজুকিচ আদায় করেন সমতা সূচক গোলটি। আর ম্যাচ শিরোপা উদ্‌যাপন করে জুভেন্টাস। গত ২০শে এপ্রিলে ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয়ের পরই শিরোপা নিশ্চিত হয় রেকর্ড ৩৫ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের। পরে ইন্টার মিলানের সঙ্গে ১-১, তোরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র এবং রোমার বিপক্ষে ২-০ গোলে হার দেখে জুভিরা। এবারের সিরি আ আসরে ৩৭ ম্যাচে জুভেন্টাসের সংগ্রহ ৯০ পয়েন্ট। আসরে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে নাপোলি। সমান ৬৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে আতালান্তা ও ইন্টার মিলান। আর তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তালিকার পঞ্চম স্থানে এসি মিলান। সবশেষ ২০১৩-১৪ মৌসুমে এসি মিলান চ্যাম্পিয়ন্স লীগ খেলেছিল। সেবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় সফল দলটি (সাত বারের চ্যাম্পিয়ন)। আসরে সর্বাধিক  ১৩ বার শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোববার নিজেদের মাঠে ম্যাচের ৩৩তম মিনিটে গোল হজম করে জুভেন্টাস। আতালান্টার হয়ে গোল করেন স্লোভিয়ান মিডফিল্ডার জোসিপ ইলিসিচ। চলসি সিরি আ আসরে এটি ইলিসিচের ১২তম গোল। লীগে সর্বোচ্চ ২৬ গোল পেয়েছেন সাম্পদোরিয়ার ইতালিয়ান ফরোয়ার্ড ফাবিও কোয়ালিরিল্লা। সমান ২২ গোল পেয়েছেন আতালান্তার কলম্বিয়ান স্ট্রাইকার ডুভান জাপাটা ও এসি মিলানের পোলিশ ফরোয়ার্ড ক্রিস্টোফ পিয়াতেক। জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছেন ২১ গোল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us