হাসান মুরাদ সিদ্দিক : আমরা যদি প্রশ্ন তুলি আদিম মানুষের অস্তিত্ব আদৌ পৃথিবীতে আছে কিনা। সম্ভবত পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে কোনো না কোনো নৃ-গোষ্ঠীর আদিম মানুষের উপস্থিতি বিদ্যমান। এই সম্প্রদায়গুলোর জীবনাচরণ যদি চোখের সামনে দৃশ্যমান না হতো তাহলে আমাদের অদৃশ্য গোত্র সম্পর্কে অন্যকে বিশ্বাস জন্মানো কষ্টসাধ্য হতো। আধুনিক মানুষের তৈরি করা কনক্রিটের শহরে, গহীন অরণ্য …