প্রধানমন্ত্রীই খালেদা জিয়ার মুক্তির একমাত্র বাধা: গয়েশ্বর

মানবজমিন প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির পথে একমাত্র বাধা বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নেতাকর্মীদের উদ্দেশ্য করে গয়েশ্বর রায় বলেন, জামিনে খালেদা জিয়ার মুক্তির কোন বাধা নেই, একমাত্র বাধা হচ্ছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই রোজা রেখে খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করবেন। আর এরপরে রাজপথে নেমে বুকের তাজা রক্ত দিয়ে তার মুক্তির পথ প্রশস্ত করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি। সমপ্রতি প্রধানমন্ত্রীর ভাইরাল হওয়া একটি ফোনালাপের বিষয়ে তিনি বলেন, আদালতের কাছে কোন ক্ষমতা নেই। সব ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে। সুতরাং প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপরে নির্ভর করে খালেদা জিয়ার মুক্তি কিংবা জেলে থাকা! তাই এদেশের আইন ও আদালতের ওপরে মানুষের ভরসা করার কোন জায়গা নেই। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে প্রবীণ এই নেতা বলেন, আমরা যদি আপসহীনভাবে রাস্তায় নামতে পারি তাহলে সরকার খালেদা জিয়াকে জেলে আটক রাখতে পারবে না। সেই জন্য আমাদের নেতাকর্মীদের অঙ্গীকার করতে হবে, জেল-জুলুম যাই হোক- বেগম জিয়াকে মুক্ত করার জন্য যেকোন ধরনের আন্দোলন-সংগ্রাম করতে আমরা প্রস্তুত এবং আমরা মাঠে নামবো। আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে মহিলা দলের নেত্রী জেবা খান, সুলতানা আহমেদ ও হেলেন জেরিন খান বক্তব্য দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us