২০১০ সালের জানুয়ারিতে উবারের তৎকালীন নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক (সিইও) ট্রাভিস কালানিক উবারের জন্য কর্মী চেয়ে একটি টুইট করেছিলেন। সেই টুইটের জবাব দিয়ে প্রথম কর্মী হিসেবে উবারে যোগ দিয়েছিলেন রায়ান গ্রেভস। সময়ের ব্যবধানে তিনি কোটিপতি হয়েছেন, এমনকি সম্পদের দিক থেকে ছাড়িয়ে গিয়েছিলেন তাঁর সিইও কালানিককেও। অথচ এই গ্রেভসই তাঁর কর্মজীবন শুরু করেছিলেন বিনা বেতনের চাকুরে হিসেবে!