আমরা যারা গ্রামে বড় হয়েছি, এই কিছুদিন আগেও তাদের জন্য কয়লা দিয়ে দাঁত মাজা ছিল একটি প্রাত্যহিক বিষয়। মানবসভ্যতার উষালগ্ন থেকেই মানুষ কাঠকয়লার ব্যবহার শিখেছে। এই অতি সাধারণ কাঠকয়লার ব্যবহার প্রাচীন গুহার চৌহদ্দি পেরিয়ে উত্তরাধুনিক শিল্পকলায়ও স্থান করে নিয়েছে স্বপ্রতাপে। আর প্যাস্টেল কথাটির অর্থ হচ্ছে ছবি আঁকার রঙিন খড়ি। ড্রাই ও অয়েল প্যাস্টেল ব্যবহার করে থাকেন শিল্পীরা। গ্রাফাইটের সঙ্গে পরিমাণমতো...