অ্যাসাঞ্জকে ভালোবাসি

মানবজমিন প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০০:০০

বহুল আলোচিত উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক ‘বেওয়াচ’খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। সাক্ষাৎ শেষে তিনি অ্যাসাঞ্জ সম্পর্কে বলেছেন, আমি তাকে ভালোবাসি। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।  পামেলা অ্যান্ডারসন এখন পশু অধিকার বিষয়ক কর্মী। মঙ্গলবার তিনি লন্ডনের জেলে বন্দি জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর আবেগঘন কণ্ঠে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। বলেছেন, জেলে অ্যাসাঞ্জের জীবন বিপদের মুখে। তাকে ওই অবস্থায় দেখাটা অত্যন্ত কঠিন। তাকে দেখতে জেলে যাওয়াটা পুরোপুরি হতাশার। জুলিয়ান অ্যাসাঞ্জ যখন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে ছিলেন তখন তার সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছেন পামেলা। এবার সাক্ষাৎ করলেন লন্ডনে বেলমার্শ জেলে। এ সময় তার মাথায় ছিল একটি বিশাল ক্যাপ। তাতে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে স্লোগান লেখা। ওই জেলখানার বাইরে দাঁড়িয়ে অ্যাসাঞ্জ সম্পর্কে পামেলা বলেছেন, তিনি খুব ভালো একজন মানুষ। তিনি অবিশ্বাস্য ভালো একজন ব্যক্তি। আমি তাকে ভালোবাসি। তিনি কি সব অবস্থার ভিতর দিয়ে যাচ্ছেন তা আমি কল্পনাও করতে পারছি না।  ফ্রান্সে বসবাসকারী পামেলা অ্যান্ডারসন বিখ্যাত ‘প্লেবয়’ ম্যাগাজিনেরও মডেল হয়েছিলেন। বেওয়াচ আর প্লেবয় এই দুয়ের মাধ্যমে তাবৎ দুনিয়াকে তিনি মাত করে দিয়েছিলেন। তিনি অ্যাসাঞ্জ সম্পর্কে বলেছেন, তার জীবন রক্ষা করা উচিত আমাদের। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে অন্যায় করা হচ্ছে। তাই এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সত্য প্রকাশ করতে গিয়ে তাকে সবকিছু ত্যাগ করতে হয়েছে। উল্লেখ্য, ৭ বছর লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করার পর গত মাসে আশ্রয় প্রত্যাখ্যান করে ওই দূতাবাস। এর ফলে সেখান থেকে বৃটিশ পুলিশ গ্রেপ্তার করে জুলিয়ান অ্যাসাঞ্জকে। জামিনের শর্ত লঙ্ঘন করার দায়ে বর্তমানে ৫০ সপ্তাহের জেল খাটছেন তিনি। হ্যাকিং করে তথ্য ফাঁস করার অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার দাবি রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us