কর্মক্ষেত্রে ইংরেজি এখন জানতেই হয়। কিন্তু এ জন্য চাই চর্চা। ইংরেজি শিখতে বা কথা বলতে গেলে চর্চার সঙ্গী পাবেন কোথায়? এখন অ্যাপই এমন সঙ্গী হিসেবে কাজ করবে।
বাংলাদেশের তরুণ উদ্যোক্তা মনযুর উল মামুন গত বছরের মাঝামাঝি ইংরেজি ভাষা চর্চার একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরি করে সাড়া ফেলেছেন। তাঁর তৈরি স্পিকলার নামের অ্যাপটি নামানো হয়েছে ২ লাখের বেশিবার। এই অ্যাপ গুগল প্লেস্টোর ও...