ইসরাইল-ফিলিস্তিন জোর লড়াই আবার

মানবজমিন প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০০:০০

ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে গাজায় লড়াই তীব্র হয়েছে। হামলা পাল্টা হামলা চলছে। সাম্প্রতিক বছরগুলোতে দু’পক্ষের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ লড়াই। ফিলিস্তিনিরা বলেছে, এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। ইসরাইলের দাবি, ফিলিস্তিনিরা শনিবার থেকে কমপক্ষে ৪৩০টি রকেট নিক্ষেপ করেছে তাদের ভূখন্ডে।  এর বেশির ভাগই মাঝ আকাশে বিকল করে দেয়া হয়েছে। তবে এতে নিহত হয়েছে একজন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, জবাবে তারা গাজা উপত্যকায় প্রায় ২০০ স্থানে টার্গেট করেছে। গত মাসে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এখানে একটি দীর্ঘমেয়াদী শান্তিচুক্তি করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মিশর ও যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।সর্বশেষ এই উত্তেজনা শুরু হয় গত শুক্রবার। গাজায় অবরোধের বিরুদ্ধে এদিন বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। ইসরাইলের দাবি, ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে অস্ত্র যাওয়া বন্ধ করার জন্য ওই অবরোধ দেয়া হয়েছে। বিক্ষোভের সময় অস্ত্রধারী এক ফিলিস্তিনি সীমান্ত দেয়ালের কাছে দুই ইসরাইলি সেনাকে গুলি করে আহত করে। জবাবে ইসরাইল বিমান হামলা চালায়। এতে দুই ফিলিস্তিনি নিহত হন। এরপরই শনিবার সকালে গাজা থেকে রকেট ছোড়া শুরু হয় বলে দাবি ইসরাইলের। তাদের দাবি অনুযায়ী, ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় কয়েক ডজন রকেট ভূপাতিত করা হয়। তবে ইসরাইলের বিভিন্ন শহরে ও গ্রামে কিছু বাড়িতে তা আঘাত করে। রোববার আশকেলন এলাকায় একজন ইসরাইলি নিহত হন। তিনি বাড়িতে শার্পনেলের আঘাতে আহত হয়েছিলেন। ইসরাইল বলছে, তারা শনিবার ও রবিবার যোদ্ধা গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের সঙ্গে যুক্ত দু’ফিলিস্তিনিকে বিমান হামলায় হত্যা করেছে। তবে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস দাবি করেছে, দুই জন নয়, নিহত হয়েছেন চার ফিলিস্তিনি। এর মধ্যে রয়েছেন একজন নারী ও তার ১৪ মাস বয়সী একটি মেয়ে। কিন্তু ইসরাইলের দাবি, ফিলিস্তিনিদের ছোড়া রকেটের আঘাতে ওই নারী ও তার মেয়ে মারা গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us