ভিয়েতনামের প্রেসিডেন্ট কোথায়?

মানবজমিন প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০০:০০

ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন ফু ট্রং’কে (৭৫) প্রায় তিন সপ্তাহ জনসমক্ষে দেখা যাচ্ছে না। ফলে প্রশ্নের সৃষ্টি হয়েছে তিনি কোথায়? এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, প্রেসিডেন্টের এমন অনুপস্থিতিতে তার স্বাস্থ্যগত বিষয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়ছে। গত ১৪ই এপ্রিল তিনি অসুস্থ হন। তারপর তাকে আর কোথাও দেখা যায়নি। শুক্রবার ছিল সাবেক প্রেসিডেন্ট লি ডাক আনহ-এর অন্ত্যেষ্টিক্রিয়া। এতে অনুপস্থিত ছিলেন বর্তমান প্রেসিডেন্ট নগুয়েন ফু ট্রং। ফলে গুজব আরো ডালপালা ছড়াতে শুরু করে। কী কারণে এমন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রেসিডেন্ট অনুপস্থিত সে বিষয়ে রাষ্ট্রীয় কোনো মিডিয়ায় কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সরকারের একজন মুখপাত্র বলেছেন, প্রচ- কাজের চাপে ও আবহাওয়ার কারণে প্রেসিডেন্টের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়েছে। তিনি শিগগিরই কাজে ফিরবেন। নভেম্বরে ভিয়েতনাম একটি আইন পাস করে। এর অধীনে দলীয় শীর্ষ নেতাদের এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের স্বাস্থ্যগত অবস্থা ‘রাষ্ট্রীয় গোপনীয়তা’ হিসেবে আখ্যায়িত করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us