ব্রাউজারের ইনকগনিটো মোড চালু করে অনেকেই সেখানে লেখা টেক্সট নিরাপদ আর একান্ত ব্যক্তিগত বলে মনে করেন। মাইক্রোসফট বলছে, উইন্ডোজ প্ল্যাটফর্মে গুগল ক্রোম ব্রাউজারের ইনকগনিটো মোডে অনলাইন কার্যকলাপ ট্র্যাক করা যায়। ব্যবহারকারী কী করেন বা তাঁর টাইপিংয়ের অভ্যাস অটোকমপ্লিট ও অটোকারেক্ট সাজেশনের মাধ্যমে বের করা সহজ। ফলে, ইনকগনিটো মোড মানেই পুরোপুরি অনলাইন কার্যকলাপ চোখের আড়াল হওয়া নয়।