অবশেষে শুরু হলো চট্টগ্রাম নগরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের সুইমিংপুলের যাত্রা। বৃহসপতিবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে সিজেকেএস সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে আন্তর্জাতিকমানের এই সুইমিংপুলের উদ্বোধন করেন নগরপিতা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সমপাদক আ জ ম নাছির উদ্দিন। সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ের নির্মিত এই সুইমিংপুলে সিজেকেএস সাঁতার প্রতিযোগিতায় ২৪টি সাঁতারু টিম অংশগ্রহণ করে। এ সময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ও একনেকের সহযোগিতায় নগরবাসী পেলো স্বপ্নের সুইমিংপুল। এজন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই সুইমিংপুলের কারণে চট্টগ্রাম থেকে আন্তর্জাতিকমানের সাঁতারু তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র। মেয়র আরো বলেন, সুইমিংপুলকে ঢেলে সাজাতে আরো বেশি জনবল এবং ট্রেইনার নিয়োগ করা হবে। নীতিমালার মধ্যদিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন এখানে সাঁতার প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ নেয়ার মধ্যেদিয়ে বাংলাদেশ পাবে আন্তর্জাতিকমানের সাঁতারু। মেয়র বলেন, বছর দেড়েক আগেও নগরের আউটার স্টেডিয়ামের পাশের এই এলাকাটি জঞ্জালে ভরা ছিল। মাদকাসক্ত, ভবঘুরে আর ভাসমানদের দখলে থাকা আউটার স্টেডিয়ামের দক্ষিণাংশ ছিল অপরাধের আখড়া। রাত হলেই এলাকা দিয়ে হেঁটে যেতে ভয় পেত মানুষ। আর এখন সে এলাকাটি আলো ঝলমলে এক দর্শনীয় স্থান। সাঁতার কমিটির চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও সিজেকেএস নির্বাহী সদস্য আসলাম মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল। এতে বক্তব্য রাখেন সাঁতার কমিটির সাধারণ সমপাদক মাহবুবুর রহমান মাহবুব।