‘ভালো শিল্পী হওয়ার জন্য বড় মনের প্রয়োজন’

মানবজমিন প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

গান অনেকেই গাইতে পারেন। কিন্তু শ্রোতারা সবার গান শোনেন না। যাদের গান শ্রোতারা শোনেন তারা সত্যি অনেক ভাগ্যবান। একজন শিল্পীকে সৎ থাকতে হয়। শিল্পীকে কখনো ব্যবসায়ী হতে হয় না বলে আমি মনে করি। ব্যবসা করার জন্য আরো অনেক কিছু আছে। কারো ব্যবসা করার উদ্দেশ্য থাকলে সেদিকে মনোযোগ দেওয়াই উত্তম। প্রকৃত শিল্পী গান দিয়ে কখনো ব্যবসা করে না। গান  প্রসঙ্গে এভাবে নিজের মন্তব্য জানালেন ক্লোজআপ তারকা বিউটি। তিনি আরো বলেন, অনেক বেশি সম্মানী নিলেই কেউ ভালো শিল্পী হয় না। ভালো শিল্পী হওয়ার জন্য বড় মনের প্রয়োজন। ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতার মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পান এই সংগীতশিল্পী। সেই সময় ‘লালনকন্যা’ হিসেবে তাকে ভূষিত করা হয়। তারপর থেকে এখনো নিয়মিত গান করছেন অডিও, প্লেব্যাক ও স্টেজ শোতে। বর্তমানে বিউটি স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন বলে জানান। পহেলা বৈশাখে কলাবাগান ও গুলশান সোসাইটি পার্কে পারফরমেন্স করেন তিনি। আগামী ২৬ ও ২৭শে এপ্রিল দু’দিন ঢাকার বাইরে দু’টি শোতে অংশ নেবেন এই লালনকন্যা। স্টেজ শো প্রসঙ্গে বিউটি বলেন, আমি স্টেজ শোতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের এই সময়ে মিডিয়াতে সংগীতশিল্পীর অভাব নেই। কিন্তু একটু খেয়াল করলে দেখা যায়, অনেক জনপ্রিয় শিল্পী স্টেজ পারফরমেন্স করেন না। কারণ স্টেজে আর অডিওতে গাওয়া এক নয়। আমি সব সময় বলি, কারা প্রকৃত শিল্পী আর কারা ভাইরাল শিল্পী এটি আমাদের আগে বুঝতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে পরিচিত পান বিভিন্ন কারণে। তাই বলে তাদেরকে যখন একজন প্রকৃত শিল্পীর সঙ্গে তুলনা করা হয় সেটি অনেক কষ্ট দেয়। এই সময়ে শিল্পীর জনপ্রিয়তার মাপকাঠি করা হয় ইউটিউবের ভিউয়ার্স দিয়ে। বিষয়টিকে বিউটি কীভাবে দেখছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বুস্ট করে অনেক ভিউয়ার করা যায়, এটি এখন সবাই জানে। এসব গানে কমেন্ট বক্সে দেখা যায় দর্শক-শ্রোতারা কেমন মন্তব্য করেন। সম্প্রতি একটি গানে দেখেছি টানা ১০০টি নেতিবাচক মন্তব্য পড়েছে। আবার দেখা যায় অনেক গানে ভিউয়ার্স কম। কিন্ত কমেন্ট বক্সে পজিটিভ মন্তব্য। এই জন্য যারা ভিউ দিয়ে জনপ্রিয়তা বিচার করে তাদের শুভ বুদ্ধির উদয় হোক- প্রত্যাশা করি। আলাপনে এই লালনকন্যা তার বিশেষ পরিকল্পনার কথাও বলেন। তার ভাষ্য, আমাকে সবাই ভালোবেসে যে উপাধি দিয়েছে সেটির সঠিক ব্যবহার করতে চাই। এই সময়ে অনেকে লালনের গান করেন। কিন্তু এদের মধ্যে কতজন লালনকে অন্তরে ধারণ করেন? এদিকে আবার সবাই লালনের প্রচলিত গানগুলোই করছেন। লালনের অনেক গান আছে সেগুলো নিয়ে কেউ কাজ করতে চান না। আমি লালনের এমন দশটি গান নিয়ে খুব শিগগিরই কাজ শুরু করবো। নিয়মিত নতুন গানও প্রকাশ করতে চান এই শিল্পী। তারই ধারাবাহিকতায় নিজের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছেন। এছাড়া শুক্রবার ‘কেন ভালোবাসলাম’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বিউটি। এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। খুব শিগগির গানটির মিউজিক ভিডিও নির্মাণ হবে বলেও তিনি জানান। বিউটি বলেন, অনেক সুন্দর কথা ও সুরের একটি গান করেছি। ঈদ উপলক্ষে শ্রোতারা এটি পাবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us