জার্মানির ছোট শহর ওয়েইমারে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয় একটি ভিন্ন রকম শিল্প শিক্ষালয়। এখানে চিত্রভাস্কর্যের সঙ্গে স্থাপত্য, কারু ও ব্যবহারিক শিল্পের একটি সমন্বয় ঘটানোর চেষ্টা হয়েছে। উদ্দেশ্য ছিল অভিজাত শিল্পকে জীবনের আরও কাছাকাছি সম্পৃক্ত করা, নিত্যদিনের প্রয়োজনীয়তার সহযোগী করে তোলা। স্থাপত্যশিল্পের ক্ষেত্রে ব্যবহারযোগ্যতা একটি প্রধান বিবেচনা হওয়ায় এখানে প্রাত্যহিক জীবনের সঙ্গে শিল্পের...