চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী এলাকায় মেঘনা নদীর বাঁধের পাশে বিরাট এলাকাজুড়ে বালু মজুত করা হয়েছে। বালুবাহী জাহাজ ভেড়ানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অনুমতি ছাড়া তৈরি করা হয়েছে জেটিও।এলাকার লোকজন বলছেন, মজুত করা বালু থেকে পানি চুইয়ে বাঁধের ক্ষতি হচ্ছে। নদীর পাড় খনন করে জেটি নির্মাণের কারণেও বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কারণে প্রায় তিন শ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁদপুর...