শরিয়তের পরিভাষায় মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত রাত্রে ভ্রমণকে ‘ইসরা’ বলা হয়। আবার সেখান থেকে ‘সিদরাতুল মুনতাহা’ ও আরশ পর্যন্ত ভ্রমণকে বলা হয় মিরাজ। মহান আল্লাহর নির্দেশে মহানবী (সা.) সশরীরে এই অলৌকিক ভ্রমণ করেন।