nation: বিশেষ মিশন নিয়ে একটি নতুন নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আগামী ১ এপ্রিল আরও কয়েকটি উপগ্রহের সঙ্গে এই নজরদারী উগ্রহকে সঙ্গে নিয়ে কক্ষপথের দিকে রওনা দেবে PSLV। এই উৎক্ষেপণ সফল হলে শত্রুপক্ষের র্যাডার সম্পর্কে আরও সবিস্তার তথ্য চলে আসবে ভারতের হাতে।