ইকবাল আনোয়ার : ছোট জামাই এসেছেন, আধা পোয়া আঙ্গুর নিয়ে, মৃত্যুসজ্জায়, নব্বই বছরের শশুরকে দেখতে। মাটির ঘর। ছাদ দরজা টিনের। দরজার খিলান খটখটে কাঠের। আঙ্গুর। অমূল্য ফল। শক্তিবর্ধক। রোগীর প্রধান পথ্য। রোগীকে খাওয়ালে তার তাগৎ বেড়ে যায়, অল্প রোগ হলে আঙ্গুরেই সেরে যায়। ভাগ্যবানরা কখনো এক দুটা খাওয়ার সৌভাগ্য পায়। আকারে গোল, বড়ো পাথরের তসবীর গোটার …