শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা, বাড়িঘরে হামলা ভাংচুর

মানবজমিন প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১২:২৮

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। উপজেলা জুড়ে পুলিশ ও বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। ভোটের শেষে রোববার রাতে ধর্মপাড়ায় লিটন হোসেন, টেন্টু মিয়া, ইসাহাক আলি, চান্নু মিয়া ও দিলদার হোসেনের বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আলম মন্ডল লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা ভাঙচুর ও লুটপাট করে বলেও অভিযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালেহ উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। অপরদিকে পাঁচপাকিয়া গ্রামের আইয়ুব আলি, মমরেজ আলি, ওয়াহেদ আলি ও উজির অলির বাড়িতে আজ সকালে হামলা করেছে আনারস প্রতিকের সমর্থকরা। তারা বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এখানেও খবর পেয়ে পুলিশ যায়। রোবাবার রাতে বগুড়া গ্রামে আবুর বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us