বেল পেটের নানা রকম রোগ সারাতে কাজ করে। কাঁচা বেল ডায়রিয়া ও আমাশায় রোগে ওষুধ হিসেবে বিবেচিত। বেলে আছে প্রচুর ভিটামিন-সি, ভিটামিন-এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাসিয়াম। সব রকম ফলের মধ্যে বেল অন্যতম। বেল দেখতে যেমন, গুণেও তেমন। অন্যান্য ফলের তুলনায় এটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। বেলের শরবত কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রতিদিন বেলের শরবত পান করলে শরীরের ক্লান্তি দূর হয়। এক গ্লাস বেলের শরবত সারা দিনের ক্লান্তি প্রশমন করে। যাদের পাইলস, অ্যানাল ফিস্টুলা, হেমোরয়েড (মলদ্বারের রোগ) আছে, তাদের জন্য বড়…