বগুড়ায় বিবাহ সনদের জন্য ইচ্ছেমতো টাকা আদায় কাজিদের
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ১৭:৩০
বগুড়ার কলোনি এলাকার বাসিন্দা আসাফ-উদ-দৌলা তিন বছর আগে বিয়ে করেছেন। তিনি বগুড়া শহরের একজন বিবাহ নিবন্ধনকারীর (কাজি) কাছে বিয়ে নিবন্ধন করেন। ওই সময় নিকাহনামা (বিয়ের সনদ) নেননি। কিন্তু গত সপ্তাহে সনদ আনতে যান। তাঁর কাছ সনদের জন্য তিন হাজার টাকা দাবি করেন কাজি।
জানতে চাইলে আসাফ-উদ-দৌলা বলেন, খোঁজ নিয়ে জেনেছি, বিয়ের সনদের জন্য ৫০ টাকা করে নেওয়ার কথা। কিন্তু কাজি ইচ্ছেমতো টাকা চাচ্ছেন।...