বর্ষায় পানি থই থই করে। তখন বাঁশের সাঁকো দিয়ে খাল পার হতে হয়। শুকনো মৌসুমে দুই কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এমন ভোগান্তির কারণে শিশুরা পড়াশোনা ছেড়ে দেয়। এ অবস্থা কুমিল্লার হোমনা উপজেলার তাতুয়াকান্দি গ্রামে। মঙ্গলবার বিষয়টি নিয়ে খবর প্রচার করা হয়। এরপর গত চব্বিশ ঘণ্টায় গ্রামটিতে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় করে দিয়েছে স্থানীয় প্রশাসন।