বৃষ্টির পানি জমে যাওয়ায় ক্ষেতের আলু নিয়ে বিপাকে চাঁদপুরের চাষীরা
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ১৩:১৩
জাবের হোসেন : কয়েকদিনের বৃষ্টিতে চাঁদপুরে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন আলু চাষীরা। এতে পানির নিচ থেকে অপরিপক্ক আলু তুলে নিচ্ছেন অনেকে। এই আলু সংরক্ষণেরও সুযোগ না থাকায় বিক্রি করতে হচ্ছে কম দামেই। এতে চাষীরা পড়েছেন লোকসানের মুখে। এখানে ডায়মন্ড, মুল্টা, এসটারিক্স, কার্ডিনাল এবং পেট্রোনিজ জাতের আলু চাষ হয়েছে। আর …