কক্সবাজার শহরের কলাতলী-মেরিন ড্রাইভ সংযোগ সড়কের সংস্কারকাজ শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। কিন্তু সংস্কারকাজ চলছে ধীরগতিতে। ফলে দুর্ভোগে পড়ছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকসহ স্থানীয় লোকজন। বর্তমানে জরুরি প্রয়োজনে সরকারি-বেসরকারি লোকজন সমুদ্রসৈকত দিয়ে মেরিন ড্রাইভ সড়কে চলাচল করতে গিয়ে বালুচরের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বিপদে পড়েছে গভীর সমুদ্র থেকে ডিম পাড়তে আসা মা কচ্ছপ ও কাঁকড়া।
কক্সবাজার পৌরসভার...