এই বইমেলাকে আরও বর্ণিল করতে শিশু-কিশোরদের ভূমিকা কম নয়। এই লেখায় আছে মেলায় তাদের উপস্থিতির টুকরো টুকরো ছবি।
সেদিন শিশুপ্রহরে বসেছিলাম স্বনামধন্য একটি প্রকাশনীর প্যাভিলিয়নে। বইমেলা শেষ হতে বাকি ছিল মাত্র পাঁচ দিন। একটি কন্যাশিশু তার মায়ের কোলে চড়ে এসেছে সেই প্যাভিলিয়নে। বয়স বড়জোর আড়াই হবে। সে মায়ের কোল থেকেই বেশ কষ্ট করে হাতে তুলে নিয়েছিল একটি বই। বইটি কিশোরদের উপযোগী—মলাটটি রঙিন, দামেও...