পরিবেশবান্ধব কথাটি এখন সবার মুখে মুখে। কিন্তু কথাটি সবাই বুঝতে পারছি কি না এবং এটির গুরুত্ব কতটা অনুধাবন করছি, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। পরিবেশবান্ধব নির্মাণও এমনই একটি ব্যাপার। মূলত পরিবেশবান্ধব নির্মাণ বলতে সম্পদের সঠিক ব্যবহারে নিরাপদ স্থাপনাকেই বোঝায়। এ ক্ষেত্রে স্থপতি, প্রকৌশলী, গ্রাহক ও নির্মাতা সবারই ভূমিকা রয়েছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমাদের যে লড়াই চলছে, তাতে কেবল দৃষ্টিনন্দন স্থাপত্য...