স্কুল-কলেজের মত মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকরাও কর্মজীবনে দুইবার ও শিক্ষিকারা তিন বার কর্মস্থল বদলানোর সুযোগ পাবেন।
এমন বিধান রেখে এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
রোববার বিকালে নীতিমালাটি প্রকাশ করে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
এটি ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা (মাদ্রাসা) প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪’ হিসেবে অভিহিত হবে। এতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সই রয়েছে।
বিভাগের মাদ্রাসা অনুবিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুল-কলেজের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষকদের জন্য বদলির নীতিমালা প্রস্তুত করে তা জারি করা হয়েছে।”
দীর্ঘদিন ধরেই এমপিওভুক্ত শিক্ষকরা বদলির সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা জারি করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।