কুড়িগ্রামে ঘন কুয়াশায় জনজীবনে স্থবিরতা, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

প্রথম আলো প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:০৬

উত্তরের হিমেল হাওয়া ও তীব্র শীতে কুড়িগ্রামে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারদিক। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। রাতের তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতল বাতাসে হাড়কাঁপানো শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।


আজ রোববার সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুড়িগ্রাম-চিলমারী সড়কে দূরপাল্লার বাস ও মোটরসাইকেলচালকদের সকাল ৯টায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এর আগে সকাল ৭টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নের বাসচালক আমিনুল ইসলাম বলেন, দিনে ঠান্ডা বেশি থাকলেও কুয়াশা কম পড়ে। কিন্তু বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় চারদিক ঢেকে যেতে থাকে। শীতের কারণে ১০ হাত সামনের কিছুই দেখা যায় না। রংপুর থেকে কুড়িগ্রাম আসতে এক ঘণ্টার জায়গায় দেড় ঘণ্টা লাগল।


কুড়িগ্রাম রাজারহাট কৃষি ও আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, আজ ঘন কুয়াশায় বেশি শীত অনুভূত হচ্ছে। কুড়িগ্রামে আগামী ২৪ ঘণ্টা সূর্যের দেখা না মেলার সম্ভাবনা আছে। চলতি সপ্তাহ ও মাসজুড়ে হাড়কাঁপানো শীতের সম্ভাবনা আছে। আর এবার শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us