পাকিস্তান থেকে সেই জাহাজে এবার এল ৬৯৯টি কনটেইনার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৫০

পাকিস্তানের করাচি বন্দর থেকে আসা সেই ‘এমভি ইউয়ান শিয়াং ফা ঝাং’ জাহাজে এবার ৬৯৯টি কনটেইনার রয়েছে।


আগের বার ৩৭০টি কনটেইনার এসেছিল; এর মধ্যে ২৯৭টি কনটেইনার এসেছিল করাচি থেকে।


শনিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে জানিয়ে বন্দরের সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, রোববার বন্দরের জেটিতে ভেড়ার পর জাহাজ থেকে কনটেইনার খালাস শুরু হবে।


পানামার পতাকাবাহী জাহাজটি এবার ৮২৫ টিইইউ (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) নিয়ে এসেছে।


এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার নিয়ে সরাসরি বাংলাদেশের চট্টগ্রামে এল।


দুবাইভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচোলনাকারী সংস্থা ‘ফিডার লাইন ডিএমসিসি’ নতুন এ সার্ভিস চালু করেছে। বাংলাদেশের কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সা লাইন্স লিমিটেড প্রতিষ্ঠানটির স্থানীয় এজেন্ট।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us