সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পেপ গার্দিওলার। জিততেই যেন ভুলে গেছেন। তাতে চলছে নানা সমালোচনা। কিন্তু এই সমালোচনা যেন মানতে পারছেন না তিনি। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারের পর স্বাগতিক সমর্থকদের দুয়োর জবাবে আঙুল তুলে প্রিমিয়ার লিগে জেতা শিরোপা সংখ্যার কথা মনে করিয়ে দিয়েছিলেন। শুক্রবার সংবাদ সম্মেলনেও আগের আট বছরের সাফল্যের প্রসঙ্গ তুলে আনলেন তিনি।
কোচিং ক্যারিয়ারের শুরু থেকেই সাফল্যের বৃত্তেই ছিলেন গার্দিওলা। যেই ক্লাবেই যোগ দিয়েছেন, পেয়েছেন সাফল্য। সেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১১ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তার দল ম্যানচেস্টার সিটি। হেরেছে আটটিতেই। এমন বাজে অবস্থায় এর আগে কখনোই পড়তে হয়নি। ফলে এমন তীব্র সমালোচনার মুখোমুখিও কখনো হননি।
সবমিলিয়ে বিষয়গুলো একেবারেই নতুন গার্দিওলার জন্য। কিন্তু এমন পরিস্থিতিতে আগেও পড়েছেন দাবি করে এই কোচ বললেন, 'আমি ভালো মুহূর্তগুলোর সঙ্গে বাঁচি এবং খারাপ মুহূর্তগুলোর সঙ্গেও বাঁচি। আমার কোচিং ক্যারিয়ারে এর আগেও খারাপ মুহূর্ত কাটিয়েছি, এবং আমরা সবসময়ই সবকিছুকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছি। এখন এটা একটু বেশি সময় নিচ্ছে। আমি এটা থেকে শিখছি।