বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত।
শুক্রবার (২০ ডিসেম্বর) পি কে হালদারের সঙ্গে আরও তিনজনকে ব্যাঙ্কশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত জামিন দেন। জামিন পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন- স্বপন মিস্ত্রি ওরফে স্বপনকুমার মিস্ত্রি, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম কুমার মিস্ত্রি।
আদালতের আদেশ অনুসারে, অভিযুক্ত তিনজনকে ১০ লাখ রুপির বন্ড জমা দিতে হবে।
একই সঙ্গে জমা দিতে হবে ৫ লাখ রুপির লোকাল বন্ড (আদালত চত্বরের পরিচিত কেউ); সব মিলিয়ে ১৫ লাখ রুপি বন্ড জমা দিতে বলা হয়েছে সবাইকে। একইসঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এমনকি রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না।
এর আগে বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্যে আদালতে ওঠে।