আবার ওটিটিতে ফিরছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। ভালোবাসা দিবসে আসছে তাঁর অভিনীত সিনেমা ‘ঘুমপরী’।
কয়েক মাস পর কাজে ফিরলেন...
প্রীতম হাসান: আরও আগেই জাহিদ প্রীতমের সঙ্গে কাজের কথা ছিল। তবে হয়নি। এবার দারুণ গল্পের একটা (ঘুমপরী) কাজ করছি। এ ধরনের গল্পে আগে আমি কাজ করিনি। গল্পটা নিয়ে আমি ভীষণ আগ্রহী ও আশাবাদী। এর বাইরে আরও চারটার মতো কাজ (অভিনয়) করছি। দুটি সিনেমার গান করেছি, ডিসেম্বরেই রিলিজ হবে।
জেন-জি শ্রোতারা আপনার গান পছন্দ করেন, অথচ আপনি মিলেনিয়াল। জেন-জিদের বোঝাপড়াটা ধরেন কীভাবে?
প্রীতম হাসান: আমি যে ধরনের গান করি, তাতে খুব একটা প্যাঁচ নেই। আমার গান সোজাসাপটা, সহজভাবে সোজা কথায় গান করি। আবার প্রয়োজন অনুসারে গানকে কঠিনও করি। জেন-জিদের যতটুকু ভালোবাসা পেয়ে থাকি, সেটা অনেক বড় পাওয়া। এতটা ভালোবাসা পাব, সেটা আমি কখনো প্রত্যাশা করিনি। তবে আমি ভালোবাসার জন্যই কাজ করি, ভালোবাসা যত পাই, তত কাজ করতে ইচ্ছা তৈরি হয়।
সংগীতশিল্পী প্রীতমের মধ্যে কার ছায়া আছে? কারা আপনাকে বেশি প্রভাবিত করে?
প্রীতম হাসান: ছোটকাল থেকে লিনকিন পার্ক শুনি; ফুয়াদ (আল মুক্তাদির) ভাই ও হাবিব (ওয়াহিদ) ভাইয়ের গান আমাকে খুব অনুপ্রাণিত করে। তাহসান (রহমান খান) ভাই, (শায়ান চৌধুরী) অর্ণব ভাইয়ের গান অনুপ্রাণিত করে। এ ছাড়া অদিত রহমান আমাকে অনেক উৎসাহ দিয়েছে এবং এখনো দিয়ে যাচ্ছে।