দৈনিক আমার দেশ পত্রিকা আগামী ২২ ডিসেম্বর থেকে নবযাত্রা শুরু করবে বলে জানিয়েছেন পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, গত ১৭ বছর হাসিনা পরিবারের বিরুদ্ধে কারো লেখার সামর্থ্য ছিল না। আমার দেশ আগেই লেখা শুরু করছিল। আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সব সময় খোলা থাকবে। তা অসহায় মানুষের কণ্ঠস্বর হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার বাশির জামাল। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজসহ আমার দেশ পত্রিকার অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আগামী ২২ ডিসেম্বর থেকে আবারও পত্রিকাটি পাঠকের হাতে পৌঁছবে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। আপনারা আমাদের এক মাস সময় দিন। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুলভ্রান্তি হয়।