ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) দেশি-বিদেশি খাতে প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ রয়েছে, যা নিজস্ব সম্পদের অর্ধেকের বেশি। মূল টাকা পরিশোধের পাশাপাশি সুদের টাকার চাপও রয়েছে। এই পরিমাণ অর্থ পরিশোধে রাজস্ব আয়েই নজর দিচ্ছে কর্তৃপক্ষ।
জানা যায়, ঢাকা ওয়াসার মোট সম্পদ প্রায় ৩৩ হাজার ৩৫০ কোটি টাকা।
এর বিপরীতে গত ৩০ জুন পর্যন্ত সংস্থাটির দেশি-বিদেশি ঋণের পরিমাণ ১৯ হাজার ৯৮৪ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে ঋণ ১৬ হাজার ৭৩১ কোটি ৪৫ লাখ টাকা, আর সুদ তিন হাজার ২৫৩ কোটি ১৬ লাখ টাকা।
চলতি অর্থবছরে স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় আসল ও সুদ (ডিএসএল) বাবদ পরিশোধ করা হয়েছে ৭০০ কোটি টাকা এবং সুদ বাবদ চার্জ ২৯৮ কোটি ৭৫ লাখ টাকা। এ ছাড়া ন্যাশনাল এক্সচেকারে ঢাকা ওয়াসার কার্যক্রমের মাধ্যমে জমা হয়েছে দুই হাজার ৪২ কোটি টাকা।
ঢাকা ওয়াসা সূত্রে জানা যায়, সরকার, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ডেনিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, ইউরোপিয়ান ইনভেস্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ইডিসিএফ কোরিয়া, চায়না এক্সিম ব্যাংকসহ বেশ কিছু বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই অর্থ পাবে।