এস আলমের এসএস পাওয়ারের কর অব্যাহতি বাতিল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:০৮

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা পাওয়া চট্টগ্রামভিত্তিক আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন ‘এসএস পাওয়ার-আই লিমিটেডকে’ দেওয়া পাঁচ বছর আগের আয়কর ছাড়ের সুবিধা বাতিল করা হয়েছে।


মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত এসআরও জারি করেছে।


২০১৯ সালের ১৩ মার্চ জারি করা অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আয়কর) এক প্রজ্ঞাপন বলে এত দিন এ করছাড়ের সুবিধা পেয়েছে ‘এসএস পাওয়ার-আই লিমিটেড’।


ওই প্রজ্ঞাপনে বলা ছিল, “পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং এসএস পাওয়ার আই লিমিটেডের মধ্যে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি সই হওয়া ইমপ্লিমেন্টেশান এগ্রিমেন্টের সেকশন ১২ দশমিক ২ এ উল্লিখিত লেন্ডার কর্তৃক এসএস পাওয়ার আই লিমিটেডকে প্রদত্ত ঋণ থেকে উদ্ভূত ফির আয়ে প্রদেয় আয়কর অব্যাহতি দেওয়া হল।”


নতুন প্রজ্ঞাপনে আগের প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করা হয়। নতুন প্রজ্ঞাপন কার্যকর হবে আগামী ১ জানুয়ারি থেকে।


এসএস পাওয়ারের তথ্যানুযায়ী, ১৩২০ মেগাওয়াট সক্ষমতার এসএস পাওয়ার প্ল্যান্ট নির্মাণে বিনিয়োগ করা হয় প্রায় ২৮ হাজার কোটি টাকা। প্রকল্পটিতে এস আলম গ্রুপের অংশীদারত্বের পরিমাণ ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মালিকানায় রয়েছে চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচটিজি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us