বিজয় দিবস দাবায় এককভাবে শীর্ষে তাহসিন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:০৩

বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবার প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে শতভাগ জয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। বুধবার আগারগাঁওয়ের শেরে ই বাংলা নগরস্থ ডাক ভবনের হল-রুমে এ রাউন্ডে তিনি হারিয়েছেন অনত চৌধুরীকে।


এদিকে সাড়ে ৫ পয়েন্ট নিয়ে চারজন যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন-আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, দুই ফিদেমাস্টর মেহেদী হাসান পরাগ ও খন্দকার আমিনুল ইসলাম এবং তাহমিদুল হক।


এই রাউন্ডে নীড় আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে, পরাগ নিলয় দেবনাথকে, আমিনুল ক্যান্ডিডেটমাস্টার মোহাম্মদ শরিয়ত উল্লাহকে এবং তাহমিদ ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে পরাজিত করেন।


অপরদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে ১১ জন মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন-আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, অনত চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, তাশরিক সায়ান শান, মো. নাসির উদ্দিন, ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীন, হুমায়ুন কবীর ও জহিরুল ইসলাম।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us