জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্ত হত্যা হচ্ছে। এটা অ্যাড্রেস করা খুবই জরুরি। গুপ্তহত্যার ব্যাপারে সরকার কী অবস্থান নেবে? কী ব্যবস্থা গ্রহণ করবে? ২৪ ঘণ্টা মধ্যে তাদেরকে জানাতে হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সামান্তা শারমিন বলেন, আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্তহত্যা হচ্ছে। এটা অ্যাড্রেস করা খুবই জরুরি। এই মুহূর্তে আমরা চাইছি, শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ হোক নিরাপদ। এ দেশের ছাত্র-জনতা মিলে এ অভ্যুত্থান করেছে।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা মাঠের শক্তি ছিল। তাদের যদি গুপ্তহত্যা করা যায়, তাদের ব্যাপারে যদি প্রপার অ্যাকশন সরকারের না দেখি তাহলে আমাদের প্রশ্ন করতে হয়, সরকারে আসলে কারা আছে?