অস্বাভাবিক শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। গতকাল মঙ্গলবার দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
আজ গালফ নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কুয়েতের আবহাওয়া বিভাগের পরিচালক ধারার আল আলি জানিয়েছেন, কুয়েতে দীর্ঘস্থায়ী উচ্চচাপ বিরাজ করছে। এর ফলে বায়ুমণ্ডল ঠান্ডা ও শুষ্ক হয়ে পড়েছে। উচ্চচাপের সঙ্গে বায়ুমণ্ডলের উপরে বিরাজ করা ঠান্ডা ও হালকা থেকে মাঝারি বাতাস যোগ হওয়ায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে।
গতকাল দেশটির বিভিন্ন আবহাওয়া স্টেশনে হিমাঙ্কের নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে তাপমাত্রা ছিল মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়েছে, কৃষি ও মরুভূমি এলাকায় তুষার জমার সম্ভাবনা রয়েছে।