গত মাসে পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে আসা কনটেইনারবাহী জাহাজটি আবার বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও জাহাজটির স্থানীয় এজেন্ট সূত্রে জানা গেছে, ৮২৫ টিইইউ আমদানি কনটেইনার বহনকারী পানামার পতাকাবাহী ইউয়ান জিয়াং ফা ঝান জাহাজটি শুক্রবার বা শনিবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।
সাবেক পরিবেশমন্ত্রী ও আওয়ামী লীগের এমপি সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন কর্ণফুলী লিমিটেডের প্রতিষ্ঠান রেজেনসি লাইনস লিমিটেড জাহাজটির স্থানীয় এজেন্ট।
কর্ণফুলী লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বন্দর জেটিতে জাহাজের বার্থিংয়ের সময়সূচী বৃহস্পতিবার দৈনিক বার্থিং সভায় ঠিক করা হবে।'
এর আগে, গত মাসে জাহাজটি তার প্রথমবারের মতো ৩৭০ টিইইউ কনটেইনার আমদানি পণ্য নিয়ে চট্টগ্রাম আসে। এর মধ্যে ২৯৭ টিইইউ পাকিস্তান থেকে এবং বাকি ৭৩ টিইইউ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে জাহাজে ওঠানো হয়েছিল।